দেখবো।
এটা তো পরিস্কার যে আমরাও দেখবো
আমরা দেখবো।
সেই দিন, যার আসার কথা আছে
যার কথা পাথরে লেখা আছে
তা দেখবো।
আমরাও দেখবো।
যখন জোরজুলুমের উঁচু পাহাড়
তুলো হয়ে উড়ে যাবে।
আমাদের দূর্বল পায়ের ভারে
এই দুনিয়া কেঁপে উঠবে।
আর মহা ক্ষমতার মাথার উপর
বাজ ভরা মেঘ গর্জাবে।
দেখবো।
এতো পরিস্কার, যে আমরাও দেখবো
আমরা দেখবো।
যখন ঈশ্বরের এই পৃথিবী থেকে
ভন্ডদের সরানো হবে।
আমাদের ঘরছাড়া ধর্মহারাদের
সিংহাসনে বসানো হবে
মুকুট সব শূন্যে ছোড়া হবে।
আর সব গদি ধূলোয় ফেলা হবে।
আমরা দেখবো
এতো পরিস্কার যে আমরাও দেখবো
যখন নাম থাকবে শুধু সেই ভগবানের
যে থেকেও নেই। না থেকেও আছে।
যে দ্রষ্টাও আর দৃশ্যও
উঠবে আওয়াজ "আমিই সত্য!"
যা আমিও আর তুমিও
আর জয় হবে মানুষদেবতার
যে আমি আর তুমিও
আমরা দেখবো
এতো পরিস্কার যে আমরাও দেখবো
No comments:
Post a Comment